Saturday 12, Apr 2025

728x90 AdSpace

Latest News
Saturday, 16 May 2015

Habib রোগীর পেটে মোবাইল!


অবাক হচ্ছেন! অবাক হলেও সত্য এবার রোগীর পেটে মোবাইল রেখে অপারেশন শেষ করলেন একজন চিকিৎসক। জর্ডানের আমানের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
খবরে বলা হয়েছে, এপ্রিলের মাঝামঝি সময়ে জর্ডানের ওই হাসপাতালে ডেলিভারীর জন্য ভর্তি হন। ২৪ তারিখ তার অস্ত্রোপচার হয়। সম্প্রতি ওই নারী জানান, অপারেশনের সময় চিকিৎসক তার তলপেটে নিজের মোবাইল রেখে দিয়েছেন।
জানা গেছে, অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়েই বাড়ি চলে যান। এরপরেই তিনি লক্ষ্য করেন তার তলপেট কাঁপছে এবং তিনি সেখানে অত্যন্ত ব্যথা অনুভব করছেন। এরপরেই হাসপাতালে ছুটে যান তিনি। এক্স রে করে দেখা যায়, তার তলপেটে কোন বস্তু দেখতে পাওয়া যায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে জর্ডানের পার্লামেন্টও। ইতিমধ্যেই ওই চিকিৎসকের পদত্যগ করার কথা বলা হয়েছে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: রোগীর পেটে মোবাইল! Rating: 5 Reviewed By: Habib