গত বছর দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছিল ভারত। তবে, এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। বিশ্বকাপ আর পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন মুশফিক-মাশরাফিরা।
তাই এক বছরের পার্থক্যটা আকাশ-পাতাল। ভারতকে এবার বাংলাদেশ সফরে আসার আগে সতর্ক করে দিলেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘গতবার ভারত দ্বিতীয় সারির একটা দল নিয়ে বাংলাদেশের মাটিতে সাফল্য পেয়েছিল। কিন্তু এবারের চিত্রটা একেবারেই আলাদা। এবার বিষয়টা অতটা সহজ হবে না। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স অন্তত তেমনটাই বলছে।’
বাংলাদেশের প্রশংসা করে কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলেছে। তাই ওদেরকে হালকাভাবে নিলে হবে না। ওরা এখন অনেক শক্তিশালী দল। আমি মনে করি, ভারতও ভালো দলই পাঠাবে বাংলাদেশে। পুরো শক্তির দল না নিয়ে গেলে এবার কিন্তু বেগ পেতে হবে।’
0 comments:
Post a Comment