শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পুশব্যাক করতে পারে ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। একটি সূত্রের বরাতে পত্রিকাটি এ তথ্য প্রকাশ করেছে।
দুই মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে গত সোমবার মেঘালয় রাজ্যের শিলং থেকে আটক করা হয়। প্রথমে তাকে পুলিশ মানসিক হাসপাতালে নিয়ে গেলেও পরে তাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হার্ট এবং কিডনি সমস্যায় ভুগছেন।
স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তা রাজীব মেহতা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার সালাহউদ্দিন আহমেদ সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে।
সালাহউদ্দিন আহমেদের সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তিনি বলেন, আমরা তাকে হেফাজতে নেয়ার আবেদন করবো। তার কাছে জানতে চাওয়া হবে তিনি কিভাবে ভারত এলেন অথবা কারা তাকে ভারতে আনলো।
0 comments:
Post a Comment