জঙ্গি সংগঠন আনসার উল্লা বাংলা টিমকে নিষিদ্ধ করতে সরকারের কাছে প্রস্তাব করেছে পুলিশ। এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ও সর্বশেষ ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের পর জঙ্গি এ সংগঠনটি দায় স্বীকার করে।
পুলিশের ভাষ্য মতে, আনসারুল্লাহ বাংলা টিম আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আল কায়দার একটি ঘনিষ্ঠ সংগঠন। আল কায়দার যাবতীয় মতাদর্শকে তারা অনুসরণ করে। আনসারুল্লাহ বাংলা টিম দেশে সবগুলো জঙ্গি সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা আনসার উল্লার নাম ধারণ করে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। পাহাড়ি এবং নির্জন এলাকায় তাদের প্রশিক্ষণও হয়।
0 comments:
Post a Comment