728x90 AdSpace

Latest News
Saturday, 16 May 2015

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে!

এবার কুরআন শরীফ হাতে ক্যামেরাবন্দি হলেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। শোনা যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০১২ সালে গ্রেফতার হন লোহান। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী নিউ ইয়র্কের এক শিশু কেন্দ্রে তাকে সমাজ সেবামূলক কাজ করতে বলা হয়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল বলছে, ১২৫ ঘণ্টার এই কম্যুনিটি সার্ভিস ঠিক মতো না করলে জেলে যেতে হতে পারে তাকে।
সম্প্রতি শিশু কেন্দ্রে দুই ঘণ্টা দেরিতে পৌঁছান লোহান। ফিরতি পথে তার হাতে দেখা যায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ। লোহানের হাতে কুরআন দেখে গুঞ্জন উঠেছে, এবার হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
আধ্যাত্মিক বিষয়ে লোহানের আগ্রহ কিন্তু নতুন নয়। গত বছর অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, "আমি সবসময়ই আধ্যাত্মিক মনোভাবের, যত সময় যাচ্ছে আমি আরও বেশি আধ্যাত্মিক হয়ে যাচ্ছি।"
টিনএইজ বয়সে কাব্বালাহ মতাবলম্বীদের সমর্থনে হাতে লাল সুতো পড়তে দেখা গেছে লোহানকে। এছাড়া বৌদ্ধদের এক গোষ্ঠীরও অংশ হয়েছিলেন তিনি।
২৮ বছর বয়সী লোহান আইরিশ-ইতালীয় বংশোদ্ভূত। তিনি বড় হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে! Rating: 5 Reviewed By: Habib