নীল ছবিতে জেনা জেমসন অতি পরিচিত নাম। এই পর্নস্টারের ভক্তের সংখ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। কিন্তু এবার সাবেক ফুটবলার ম্যাকাটারকেই টুইটারে ফলো করছেন জেমসন। যা দেখে আর নিজের মাথা ঠিক রাখতে পারলেন না ম্যাকাটার।
সোশ্যাল মিডিয়াতে সেই খবরও সকলকে জানিয়ে দিলেন তিনি। জ্যাসন ম্যাকাটার প্রকাশ্যে জানিয়েও দেন যে তাঁকে টুইটারে ফলো করার জন্য জেমসনকে অসংখ্য ধন্যবাদ।
পাশাপাশি লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার জেমসনের অভিনয়ের ক্ষমতার প্রশংসা করে লেখেন যে, জেমসন এখনও অস্কার পাননি দেখে তিনি রীতিমতো অবাক হয়েছেন। যার উত্তরে জেনা তাঁকে ‘চিকি বয়’ বলে সম্বোধন করেছেন। যদিও অনেকে মনে করছেন ফুটবলার আর পর্নস্টারের হয়তো গোপনে প্রেমপর্বও শুরু করে দিয়েছেন।
0 comments:
Post a Comment