728x90 AdSpace

Latest News
Sunday, 17 May 2015

বিছনাকান্দির জলে ভাসছেন পরীমনি, গুলির শব্দে আতংক

সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পরীমনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন। ‘নদীর বুকে চাঁদ’ নামক একটি চলচ্চিত্রের নায়িকার চরিত্রে অভিনয় করা পরীমনি, নায়ক সায়মনসহ অন্যান্যরা শুটিংয়ে কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট বিছনাকান্দিতে। রবিবার বিকেলেও ‘নদীর বুকে চাঁদ’র পুরো শুটিং ইউনিট বিছনাকান্দিতে নদীর মধ্যে নৌকা দিয়ে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিল। ঠিক ওই সময় আচমকা গুলির শব্দে ভয় আর আতংকে ওঠেন পরীমনি-সায়মনসহ অন্য সবাই।

জানা যায়, রবিবার বিকেলে বিছনাকান্দিতে শুটিংয়ে ব্যস্ত ছিল ‘নদীর বুকে চাঁদ’র পুরো ইউনিট। নৌকা দিয়ে নদীর মধ্যে চলছিল শুটিং। এমন সময় অন্য একটি নৌকা দিয়ে বিছনাকান্দি দেখতে আসা একটি পর্যটক পরিবার যাচ্ছিল। সে সময় পাশ থেকে ওই পরিবারকে উত্ত্যক্ত করেন আরো কয়েকজন পর্যটক।

এসময় ওই পর্যটক পরিবারের নৌকা থেকে একজন ফাঁকা গুলি ছুঁড়েন। এতে বিছনাকান্দিতে আতংক ছড়িয়ে পড়ে। নদীর বুকে চাঁদ’র শুটিং ইউনিটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে নায়িকা পরীমনি বলেন, ‘আমরা নদীর বুকে চাঁদ-এর শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এমন সময় গুলির শব্দে ইউনিটের সবাই আতংকিত হয়ে পড়েন।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বিছনাকান্দির জলে ভাসছেন পরীমনি, গুলির শব্দে আতংক Rating: 5 Reviewed By: Habib