728x90 AdSpace

Latest News
Sunday, 17 May 2015

সিলেটের চার সেতুতে হঠাৎ টোল বৃদ্ধি : প্রতিবাদে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

সিলেটের চারটি সেতুতে হঠাৎ করে ট্রাক পারাপারে চারগুণ টোল বৃদ্ধি করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ট্রাক মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা ছাড়াই টোল বৃদ্ধির প্রতিবাদে ১২ ঘন্টা শ্রমিকরা ধর্মঘট পালন করেছেন। এর মধ্যে প্রায় দুইঘন্টা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন। পরে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা। রোববার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু ও ফেঞ্চুগঞ্জ সেতু, তামাবিল-গোলাপগঞ্জ বাইপাস সড়কের শাহপরাণ সেতু এবং সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুতে এ ধর্মঘট ও বিক্ষোভের ঘটনা ঘটে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান- সিলেটের চারটি সেতুতে আগে ট্রাক প্রতি ২০-৫০ টাকা টোল আদায় করা হতো। গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় সিলেটের চারটি সেতুর টোল প্লাজায় হঠাৎ করে ৩-৪ গুণ টোল বৃদ্ধির নোটিশ টানিয়ে দিয়ে বাড়তি টোল আদায় শুরু করা হয়।
পূর্ব আলোচনা ছাড়া সড়ক ও জনপথের এরকম অস্বাভাবিক টোল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ট্রাক শ্রমিকরা রাত সোয়া ১২টা থেকে ওই চার সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
দিলু মিয়া আরও জানান- সকাল সাড়ে ১১টার দিকে সিলেলেটর পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্থ করেন সড়ক ও জনপথের সাথে আলোচনা করে তারা বাড়তি টোল প্রত্যাহারের ব্যবস্থা নেবেন।
পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে পূর্বের ন্যায় টোল আদায় করা হচ্ছে বলে জানান তিনি।
ওসমানীনগর থানার ওসি মো. মুরছালিন জানান- ট্রাক মালিক ও শ্রমিকদের সাথে কোন রকম আলোচনা না করেই প্রায় চারগুণ টোল বৃদ্ধি করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আলোচনা সাপেক্ষে টোল নির্ধারণের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে।
এ ব্যাপারে জানতে সিলেট সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: সিলেটের চার সেতুতে হঠাৎ টোল বৃদ্ধি : প্রতিবাদে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ Rating: 5 Reviewed By: Habib