সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে টানা পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করছেন এক প্রেমিকা। জকিগঞ্জের গোটারগ্রামের আবদুস শুকুরের ছেলে সিএনজি অটোরিকশাচালক আবুলের বাড়িতে অনশন করছেন প্রেমিকা নাজু বেগম। নাজু পাশ্ববর্তী মঙ্গলশাহ (সাদিরখাল) গ্রামের আবদুল জব্বারের মেয়ে। গত বুধবার থেকে নাজু আবুলের বাড়িতে অবস্থান করে অনশন করছেন। জানা যায়, জকিগঞ্জের গোটারগ্রামের আবুলের সাথে পাশ্ববর্তী মঙ্গলশাহ (সাদিরখাল) গ্রামের আব্দুল জব্বারের মেয়ে নাজু বেগমের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে নাজু প্রেমিক আবুলকে বিয়ের জন্য চাপাচাপি করলে আবুল সাড়া না দিয়ে টালবাহনা শুরু করে। আবুলের মতিগতি বুঝতে পেরে নাজু বেগম গত বুধবার থেকে আবুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করে। কিন্তু আবুলের পরিবার নাজুকে মেনে নিতে নারাজ। স্থানীয় সূত্র জানায়, এখনো নাজুর বিয়ের আইনী স্বীকৃত বয়স তথা ১৮ বছর পূর্ণ হয়নি। যে কারণে আবুলের পরিবার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Sunday, 17 May 2015
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment