728x90 AdSpace

Latest News
Sunday, 17 May 2015

বিশ্বনাথে ইলিয়াস সন্ধানে কামনায় দোয়ামাহফিল

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির উদ্যোগে সভা ও দোয়াহফিল গতকাল রোববার বাদ আসর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, মনির হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বিএনপি নেতা আজাদ মেম্বার, জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, আরব খান, মতছির আলী, মোজাহির আলী, তালেব আলী, আকবর আলী, আবদুস ছালাম মেম্বার, সুমন আহমদ, যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা আবদুল কাদির, আবু সুফিয়ান, সাহেল আহমদ, সাইদুর রহমান রাজু, রানা মিয়া, মঈনুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, লিটন শিকদার, মানিক আহমদ, সুমন আহমদ, হাফিজুর রহমান লিটন, সি এম সুজন, কিরণ বৈদ্য প্রমূখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফিজ আরব খান।
এদিকে বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় ছাত্রদল একাংশের উদ্যোগে গতকাল রবিবার দলীয় কার্যালয়ে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন, সাবেক ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, যুবদল নেতা সেবুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহ আমিরউদ্দিন, যুগ্ম-আহবায়ক শাহজাহান, নাজিমউদ্দিন, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, যুগ্ম-আহবায়ক আমিরউদ্দিন, সাহেল সামাদ, মুহিবউদ্দিন, আলী হোসেন, আবদুস শহিদ, শিপু সিকদার, তারেক আহমদ, এনামুল হক, শেক রাজন, আবদুল মুমিন, রিপন আহমদ, চুনু মিয়া, শিমুল মিয়া, সাহেল শাহ কাইয়ুম, হাফিজ রাজউদ্দিন, নাজিম, আবদুল কাইয়ুম, সোরাব, দুলাল মিয়া, শাহ নিজাম, সোহানুর রহমান, হিরা মিয়া, রেজাউল ইসলাম রাজু, খালেকুজ্জামান, হেলাল আহমদ,ওয়াশিম আহমদ, খালেদ মিয়া, শিপন তালুকদার, মামুন, আলী হোসেন, ইসলাম, সুমন মিয়া, সালিক আহমদ, আসমত,রুকন, আজিজুল, সাহাবউদ্দিন, শাহ সাহেদ, শাহ সাইম, নাজমুল, এইচ এম মিরাশ প্রমূখ।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: বিশ্বনাথে ইলিয়াস সন্ধানে কামনায় দোয়ামাহফিল Rating: 5 Reviewed By: Habib