সিলেট নগরীর কাষ্টঘরে মদের টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক সুইপার খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার সময় কাষ্টঘর সুইপার কলোনিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সিকন্দর লাল (২৮) কাস্টঘর সুইপার কলোনির পিতা মৃত দিপক লালের ছেলে।
নিহতের ভাই বাবু লাল জানান- শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসের ঝাড়–দার (সুইপার) বাবু ওরফে ডাবলু, তার সহযোগী শাহীনসহ ৪-৫ জন মিলে সিকন্দর লালের ঘরে বসে কাস্টঘরে মদ খায়। মদের টাকা নিয়ে বাকবিতন্ডার জের ধরে ডাবলু, শাহীন ও তার সহযোগীরা মিলে সিকন্দরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিকন্দর লাল এক সন্তানের জনক বলে জানান বাবু লাল।
সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 comments:
Post a Comment