মাহমুদ দিদার পরিচালিত ‘মেট্রোপলিটন প্রেম’ টেলিছবিতে প্রথমবারের মতো ফুলওয়ালীর চরিত্রে অভিনয় করলেন সাদিয়া জাহান প্রভা। টেলিছবিতে প্রভাকে দেখা যায় ফুলওয়ালী হিসেবে। রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করেন তিনি। আর এই ফুলওয়ালীর প্রেমে পড়েন এক কবি। শেষ পর্যন্ত তাদের প্রেমের পরিণতি কি হয় তা জানা না গেলেও নাগরিক প্রেমের নানা পরিণতি তুলে ধরা হয়েছে টেলিছবিটিতে।
প্রথমবারের মতো ফুলওয়ালীর চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে প্রভা বলেন, ‘প্রথমবার ফুলওয়ালী সাজলাম, এটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। টেলিছবিটি সবার ভালো লাগবে বলে আশা করি।’
উল্লেখ্য টেলিছবিতে আরও অভিনয় করেছেন আফরান নিশো, অর্ষা, শবনম ফারিয়াসহ আরও অনেকে। এটি আগামী ঈদে এনটিভিতে প্রচারিত হবে।
0 comments:
Post a Comment