728x90 AdSpace

Latest News
Saturday, 16 May 2015

সিলেট সার্কিট হাউজে জাপা নেতার ওপর হামলা, আহত ৩

সিলেট সার্কিট হাউজে জাতীয় পার্টির এক নেতার ওপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় সরকার,পল­ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সাথে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা শেষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ জন আহত হন। এ ঘটনায় বর্তমানে সিলেট জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। 
জানা যায়- শনিবার রাত সাড়ে নয়টায় সিলেট সার্কিট হাউজে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সাথে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা ছিল। সভায় বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য রাখেন। উপজেলা নেতৃবৃন্দের মধ্যে সর্বশেষ বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু। তিনি তার বক্তব্যে বিশ্বনাথ উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। এরপর রাত ১০টার দিকে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
মতবিনিময় সভাশেষে সার্কিট হাউজের গেটের সামনে আসামাত্র সিলেট-২  আসনের সংসদ সদস্য এহিয়া চৌধুরীর ছোটভাই রাজি চৌধুরী ১০/১২ সহযোগীকে নিয়ে আরশ আলী বাবলুর ওপর হামলা চালান। বাবলুর ওপর হামলা থামাতে গিয়ে আহত হন জাতীয় পার্টি নেতা আব্দুল হান্নান ও ইলিয়াস আলী। 
খবর পেয়ে প্রতিমন্ত্রী রাঙ্গা ঘটনাস্থলে পৌছে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এসময় জাতীয় পার্টির অনেক নেতাকর্মী জড়ো হয়ে এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দিতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত- প্রতিমন্ত্রীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: সিলেট সার্কিট হাউজে জাপা নেতার ওপর হামলা, আহত ৩ Rating: 5 Reviewed By: Habib