Friday 11, Apr 2025

728x90 AdSpace

Latest News
Saturday, 16 May 2015

Habib ঘরে বসে রোজগার করুন কাড়ি কাড়ি টাকা!


গল্প কিংবা কল্প কাহিনী নয়, বাস্তবে ঘরে বসেও টাকা রোজগার করা সম্ভব৷ আপনি অজপাড়া গাঁয়ে থাকলেও অসুবিধা নেই৷ একটা কম্পিউটার আর তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই হলো৷শুনতে অবাস্তব লাগলে এমনটাই প্রচার করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েস।
জাদু জানে ‘ভার্চুয়াল অ্যাসিসটেন্ট’ : ‘ভার্চুয়াল অ্যাসিসটেন্ট’- এর কথা শুনেছেন? কেউ কেউ মনে করেন এটা স্রেফ একটা কম্পিউটার প্রোগ্রাম, কিন্তু বাস্তবে এর কাজের পরিধি, কর্মসংস্থানে ভূমিকা অনেক ব্যাপক৷ অনলাইনে এ সম্পর্কে জেনে নিতে পারেন৷ মাউসে একবার ক্লিক করলেই জানা যাবে, কিভাবে এ বিষয়ে দক্ষ হওয়া যায়, বিশ্বের বহু প্রতিষ্ঠান ঘণ্টা প্রতি আপনার সেবা কিনতে কিন্তু প্রস্তুত৷ তাই একবার জেনে গেলে আপনাকে আর ঠেকায় কে!
গ্রামে-গঞ্জে কাজের সুযোগ : এই পদ্ধতিতে কাজ করে লাভবান সব দেশের, সব মানুষ কিন্তু হবে না৷ যেসব দেশে মজুরি বা বেতন কম, বিশ্ববাজারে প্রবেশের সুযোগও অধিকাংশ মানুষ পান না, সেসব দেশের জন্য এটা রীতিমতো স্বপ্নের দ্বার উন্মোচিত হওয়ার মতো৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আশেপাশের দেশের গ্রাম-গঞ্জের মানুষও এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন৷
সাফল্যের নমুনা : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এই তরুণী অফিসে বসেই কাজ করছেন৷ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করারও সুযোগ আছে তার৷ কাজের ধরাবাঁধা কোনো সময়ের বালাই নেই৷ যখন, যেটুকু দরকার, ঠিক ততটুকু করলেই চলে৷
সুযোগ, নাকি সুযোগের অপব্যবহার? : তবে সমালোচনাও আছে৷ গবেষকরা বলছেন , এভাবে কাজের বাজার সৃষ্টি করার ফলে কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে সরকারি চাকরির নিয়ম, বেতন কাঠামোর জন্য হুমকিও তৈরি করছে এটি৷ তারা মনে করেন, এক সময় এর পরিণাম ভয়াবহ হতে পারে৷
লাভবানদের আরেকজন : জাগুস্টিন, অনলাইনে কাজ করে যারপরনাই লাভবান হওয়ার আরেক দৃষ্টান্ত৷ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস-এর বাজার সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে৷ বড় বড় প্রতিষ্ঠানও এখন আউট সোর্সিংয়ের দিকে ঝুঁকছে৷ জার্মানিও ধীরে ধীরে প্রবেশ করছে এই জগতে৷
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ঘরে বসে রোজগার করুন কাড়ি কাড়ি টাকা! Rating: 5 Reviewed By: Habib