728x90 AdSpace

Latest News
Saturday 16 May 2015

মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে স্মারকগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’র প্রকাশনা


বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নজমূল হক নান্নু বলেন বাংলার স্বাধীনতার কথা মাওলানা ভাসানী প্রথমেই উচ্চারণ করেছিলেন। বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায়ে স্বোচ্ছার ভাসানী খেটে খাওয়া মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। পরাধীনতার শৃঙ্খল থেকে গোটা জাতিকে তাদের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার  হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন। যার ফলশ্রুতিতে এদেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসে। মওলানা ভাসানীর সংগ্রামী জীবন গোটা জাতির মুক্তির এক অনন্য দৃষ্টান্ত। তার মাধ্যমেই দেশের প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনের সৃষ্টি হয়। তাই মওলানা ভাসানীর রেখে যাওয়া আদর্শ ও ঐতিহ্য ধারণ করে এদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে সকলকে কাজ করতে হবে।
তিনি শনিবার বিকেলে মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে নগরীর জেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৩৯ বছর পূর্তি উপলক্ষে স্মারকগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’ এর প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 
মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জাতীয় পার্টি নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেঃ কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, ভাসানী ফাউন্ডেশনের সহ-সভাপতি এডভোকেট এমাদ উল­াহ শহিদুল ইসলাম শাহীন, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, লেঃ কর্ণেল (অব.) আলী আহমদ, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, সাংবাদিক আফতাব চৌধুরী, প্রকৌশলী আশফাক আহমদ, কমরেড ধিরেন সিংহ, গণদাবী পরিষদ নেতা আখলাক আহমদ চৌধুরী, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী। 
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা আলী আশফাক চৌধুরী খালেদ, লেখক ও গবেষক জিবলু রহমান, জাতীয় পার্টি নেতা শাহ আব্দুল মতিন, সাবের সফাকাত জাহান চৌধুরী, প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, গণফোরাম নেতা আলী আক্তারুজ্জামান বাবুল, অধ্যাপক আবুল ফজল। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, এডভোকেট আব্দুল মান্নান, শাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোজাম্মেল হক, প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক জাকা, সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টিভির সিলেট ব্যুরো চীফ ইকবাল মাহমুদ, দি নিউনেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি, তারেক চৌধুরী। 
অনুষ্ঠানে ফারাক্কা লংমার্চের ৩৯ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ ‘বজ্রকন্ঠ’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে স্মারকগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’র প্রকাশনা Rating: 5 Reviewed By: Habib