728x90 AdSpace

Latest News
Saturday 16 May 2015

ঘরে বসে রোজগার করুন কাড়ি কাড়ি টাকা!


গল্প কিংবা কল্প কাহিনী নয়, বাস্তবে ঘরে বসেও টাকা রোজগার করা সম্ভব৷ আপনি অজপাড়া গাঁয়ে থাকলেও অসুবিধা নেই৷ একটা কম্পিউটার আর তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই হলো৷শুনতে অবাস্তব লাগলে এমনটাই প্রচার করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েস।
জাদু জানে ‘ভার্চুয়াল অ্যাসিসটেন্ট’ : ‘ভার্চুয়াল অ্যাসিসটেন্ট’- এর কথা শুনেছেন? কেউ কেউ মনে করেন এটা স্রেফ একটা কম্পিউটার প্রোগ্রাম, কিন্তু বাস্তবে এর কাজের পরিধি, কর্মসংস্থানে ভূমিকা অনেক ব্যাপক৷ অনলাইনে এ সম্পর্কে জেনে নিতে পারেন৷ মাউসে একবার ক্লিক করলেই জানা যাবে, কিভাবে এ বিষয়ে দক্ষ হওয়া যায়, বিশ্বের বহু প্রতিষ্ঠান ঘণ্টা প্রতি আপনার সেবা কিনতে কিন্তু প্রস্তুত৷ তাই একবার জেনে গেলে আপনাকে আর ঠেকায় কে!
গ্রামে-গঞ্জে কাজের সুযোগ : এই পদ্ধতিতে কাজ করে লাভবান সব দেশের, সব মানুষ কিন্তু হবে না৷ যেসব দেশে মজুরি বা বেতন কম, বিশ্ববাজারে প্রবেশের সুযোগও অধিকাংশ মানুষ পান না, সেসব দেশের জন্য এটা রীতিমতো স্বপ্নের দ্বার উন্মোচিত হওয়ার মতো৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আশেপাশের দেশের গ্রাম-গঞ্জের মানুষও এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন৷
সাফল্যের নমুনা : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এই তরুণী অফিসে বসেই কাজ করছেন৷ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করারও সুযোগ আছে তার৷ কাজের ধরাবাঁধা কোনো সময়ের বালাই নেই৷ যখন, যেটুকু দরকার, ঠিক ততটুকু করলেই চলে৷
সুযোগ, নাকি সুযোগের অপব্যবহার? : তবে সমালোচনাও আছে৷ গবেষকরা বলছেন , এভাবে কাজের বাজার সৃষ্টি করার ফলে কাজের নতুন সুযোগ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে সরকারি চাকরির নিয়ম, বেতন কাঠামোর জন্য হুমকিও তৈরি করছে এটি৷ তারা মনে করেন, এক সময় এর পরিণাম ভয়াবহ হতে পারে৷
লাভবানদের আরেকজন : জাগুস্টিন, অনলাইনে কাজ করে যারপরনাই লাভবান হওয়ার আরেক দৃষ্টান্ত৷ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস-এর বাজার সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে৷ বড় বড় প্রতিষ্ঠানও এখন আউট সোর্সিংয়ের দিকে ঝুঁকছে৷ জার্মানিও ধীরে ধীরে প্রবেশ করছে এই জগতে৷
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ঘরে বসে রোজগার করুন কাড়ি কাড়ি টাকা! Rating: 5 Reviewed By: Habib